আমি  তোমার দু'চোখে অশ্রুর ধারা দেখে
অনেক কষ্ট সেদিন পেয়েছি,
তাই কান্নার সুরে সুরে, বেদনার সাথে ঘুরে
চোখের জলের মানে খুঁজেছি।


এইতো শ্রাবণ দিনে, ভিজে ভিজে দুজনে
প্রেমের গল্প কত শুনতাম,
বৃষ্টির জলে জলে স্মৃতি গুলো জমা হলে
অভিমান নিয়ে শুধু ফিরতাম।
মধুময় সুখে সুখে হাসিটা রেখে মুখে
বিকেলের রঙে রঙ মেখেছি।
প্রেয়সীর সেই মুখে গোধূলির রং দেখে
আঁধারী আবেশ খুঁজে পেয়েছি।
অনেক কষ্ট সেদিন পেয়েছি।


ঝিঁঝিঁ ডাকা সন্ধ্যায় জোনাকি আলোর খেলায়
মনের আলো জ্বলে নিভে,
লুকোচুরি খেলা শেষে কাটে রাত মধু রেশে
নিঘুম চোখে ভেবে ভেবে।
মিষ্টি সুরে সুরে মিষ্টি কথার কলি
হৃদয়ে যতনে গেঁথে রেখেছি,
কাঁপা কাঁপা কন্ঠে কথা গানে দ্বন্ধে
বিরহ ব্যথা বুঝে নিয়েছি।
==============