আমার তরে যত ভালবাসা  রেখেছি গভীর যতনে,
প্রেমের মায়ায় স্নেহ মমতায় বেঁধেছ আমায় খণে।
কখনও যদি তপ্ত মেজাজে বলে থাকি কটু কথা,
জানিবে তুমি অন্তরে মম ভালবাসা আছে গাঁথা ।
অজ্ঞানে যদি কভূ কোনদিন অন্যায় কিছু হয়,
জেনো তবে তুমি ভূল তাহা শুধু স্বজ্ঞানে কভূ নয়।
যতই যখন শাসন আমি করতে চেয়েছি বেশি,
কল্যাণ তরে তোমার মুখে ফোঁটাতে চেয়েছি হাসি।
স্বার্থের টানে তোমাদের পানে নাহি কভূ গেছি ছুটে,
আপন ভেবে সঙ্গে চলেছি থেকেছি সর্নিকটে।
যেদিন আমি থাকিবনা কাছে থাকিবেনা মুখে কথা,
ক্ষমা করো সবে অন্তরে তবে থাকে যদি কোন ব্যথা ।
তোমাদের কাছে অনেক পেয়েছি সবি জীবনে বাকী,
পরজনমে শোধ দিব সব বিধাতা রহিল সাক্ষী ।
======