কিশোর বেলায় পাড়ার ছেলেরা
একসাথে সবে মিলে,
এদিক ওদিক ছুটাছুটি করে
ডানপিটে দলে দলে।


পরীক্ষা শেষে পড়ালেখা নেই
স্কুলের নেই তাড়া,
সাথীদের সাথে মাঠে প্রান্তরে
ছুটে চলে পাড়া পাড়া।


কেউ কেউ খেলে বর্শা,পাঞ্জা,
ডাংগুলি, ষোলগুটি,
কাবাডি, হাডুডু, বউচি, নুনতা
কড়ি নিয়ে ছুটাছুটি।


কেউ সারাদিন লাটিম ঘোরায়
কেউ খেলে কানা ভূত,
দড়ি টানাটানি, দাড়িয়াবান্ধা
ইচিং বিচিং, কুতকুত।


এলেটিং বেলেটিং, এক্কা দোক্কা
কানামাচি, সাতচারা,
পুতুল বিয়ের মহা আনন্দে
কেউ হয় দিশেহারা।


ষাঁড়ের লড়াই, মুরগী লড়াই
লাঠি আর বলীখেলা,
মনের খেয়ালে খুশীর জোয়ারে
ঘুরাঘুরি মেলা মেলা।


চেয়ার, বালিশ, রুমাল খেলায়
প্রমোদের নেই জুড়ি,
বিস্কুট লাফে লাফালাফি চলে
কারো হাতে উড়ে ঘুড়ি।


খেলায় খেলায় পাড়ায় পাড়ায়
মধুময় কাটে বেলা,
দেশের খেলায় মায়ার ছোঁয়ায়
মনে ভাসে প্রীতি ভেলা।
=============