বড় কাছাকাছি প্রেম রাশি রাশি, তবুও বুঝিনি তার রীতি-নীতি,
অপলকে ভূলে  ফিরে নিয়ে গেছে , প্রেম দিয়ে গড়া সব সুখস্মৃতি।
বলেছিল রবে হাতে হাত রেখে, দু:খ - সুখ সব সয়ে একসাথে
ভূল নাহি হবে না বুঝে না শুনে, ফিরিবেনা কভূ ফেলে মোরে পিছে।।
হঠাৎ সেধারে যবে দেখা হল , না চিনি যেন তারে মনে হল,
সহজ বিষয়ে জটলা জটিয়ে, ক্রোধের অনলে আমারে ঠেকিল।
ক্রোধ রেশ ধরে সংঘাতের তরে, সাথে সাথী করে মিথ্যারে পুষে,
যত নীতিবোধ দূরে ঠেলে  দিয়ে, অজ্ঞানেরে টেনে নিল যে সহজে।।                                                                                                                                                                                               রাজ সভায় সেদিন ডাকিল যবে, রাজার মুকুট পরাবার তরে,
মিলিতে সকলে মাতিল সরবে, জনতায় ভরা রাজ দরবারে।
বিষন্ন বদনে দেখিলাম তারে, করিতে সংঘাত উন্মত্ত প্রতিবাদ,
ভূল চালে হায় সব ভেসে যায়, মিছে বাঁধিয়েছে যত শত ফাঁদ।।
নীচ জন হায় নীচ মন তাই, জীবন জোয়ারে হীন মনে চলে ,
স্বার্থের লাগি এতকাল বুঝি, ভুলিয়েছে তবে মধু কথা বলে।।
নিদারুণ ব্যাথা না পারি সহিতে, বুকের কান্না চেপেছি বুকেতে,
লজ্ঝা-ঘৃণা মোরে করেছে কৃপন তাহারে করুণা করিতে।।


                               #####