মা যে আমার প্রতি দিনের
ভোরের সোহাগ পাখি,
রাতের শেষে ঘুম ভাঙ্গাতে
মিষ্টি ডাকাডাকি।


ঘুমভাঙ্গা চোখে মুখখানা দেখে
মনে জাগে কত খুশী,
হৃদয় জুড়ে কোমল আদরে
এক সূর্য্য হাসি।


মা যে আমার প্রানের দেবতা
প্রানের প্রানশক্তি,
জীবনের পথে আলোক ছড়াতে
হৃদয়ে মাতৃভক্তি।


দু:খের ছায়ায় সুখের আশায়
মায়ের মুখের ছবি,
স্নেহের কোলে মমতায় দোলে
মা যে আমার পৃথিবী।


মা যে আমার মনের আনন্দ
বসন্তের সুবাতাস,
ফাগুনের রঙে রাঙানো জীবনে
প্রাণের উদ্যমী উচ্ছাস।


স্নেহে সিক্ত মায়ের আঁচল
দীনতায় নয় ক্ষুদ্র,
যত ভেবে চাই নাহি দিশা পাই
মা আমার মহাসমুদ্র।


মা যে আমার জীবন তরী
সুখে দু:খে জড়াজড়ি,
আঁধার সরায়ে আলোয় আলোয়
সুখের ছড়াছড়ি।


ধর্মের মাঝে কর্মের সাথে
মায়ের দোয়ার বাস,
দূ:খকে হেরে সুখের ঠিকানা
মায়ের শান্ত আকাশ।
================