অনেক দুরে যেতে হবে হেঁটে
অনেকটা পথ বাকী
অনেক কথা বলার আছে
মনে মনে তাহা ভাবি।


জীবন থেকে ঝরে পড়ে রোজ
অনেক রঙিন স্বপ্ন,
কিছু রয়ে যায় শিকড়ে মনের
শিখড় ধ্যানে মগ্ন।


জীবন যুদ্ধে হাবুডুবু  কত
অসময়ে ভুলে চলে,
আশার আলো ক্ষীণ হয়ে আসে
এলোমেলো গরমিলে।


দিশেহারা হয়ে শুধু ছুটে চলা
অবিরত ঘুরে ঘুরে,
অবুঝ বোধের কিছু থাকে রেশ
জীবন গল্প জুড়ে।


অনেক সাথী হয়না আপন
থাকে কিছু অভিমান,
চলার পথে বাধাগুলো গাঁথে
জীবন জয়ের গান।


হতাশা যদিও তাড়িয়ে বেড়ায়
তবু না ছেড়ে হাল,
মানুষের সাথে মানুষের মাঝে
জড়িয়ে রব চিরকাল।
============