ব্যস্ত পৃথিবী, ব্যস্ত মানুষ।
অথচ মানুষগুলোর মধ্যে
কেমন যেন হাসির ঝলকানি নেই,
ছন্দময় ইচ্ছেগুলো পাখা মেলেনি
অর্থহীন  কোন অজুহাতে।
কোথায় যেন কোন অসংগতি !
মনের ক্যানভাসে আঁধারের ছায়া পড়েছে
বৈষম্যের বিভৎস নকশায়।
বিশ্বাসের জায়গাটা  
সংকীর্ণতার নোনাজলে ভেজা ।
অনৈতিক নগ্নতা বাসা বেঁধেছে
বকে যাওয়া সমাজের সাবলীল দেহে।
বিবেকহীনতার আধিপত্যে
রক্তচোষা মানুষের অনন্ত অশ্লীল ক্ষুধা
নষ্টের চূড়ায়,
ব্যভিচারি হিংস্রতার চরম দৌরাত্বে
বিশ্বাসী  মানবতার বন্ধন
ছিন্ন ভিন্ন প্রায়,
শকুনী উন্মাদনায় স্বপ্নের উষ্ণতা
শীতল হতে শীতলতর দিনে দিনে।
সরলতা নেই ,উদারতা নেই,
মনে হয়,মানুষের কাছে
মানুষের মূল্যই সবচেয়ে কম।
===============