বাংলার বুকে জড়িয়ে রয়েছে
তোমারি অশেষ দান,
শত বছরে মুজিব বর্ষে
তোমাকে শত সালাম।
তোমার হাজার ত্যাগের মহিমা
স্মৃতিতে অম্লান,
সাগরে পাহাড়ে গগণে কাননে
তোমারি জয়গান
মুজিব তোমাকে শত সালাম।।


বাংলার দেশে বাংলার সাথে
পাকের যত ছল,
রুখিলে তাতে ঘোর প্রতিবাদে
স্বার্থে অবিচল।
দেশের মাটিতে শোষন ঠেকাতে
বাংলায় সংগ্রাম,
মুজিব তোমার দীপ্ত শপথে
মুক্তির স্বাদ নিলাম।
মুজিব তোমাকে শত সালাম।।


বাংলার বীর মুজিব তুমি
তুমি যে মহা মহান,
এনেছ দেশের স্বাধীন পতাকা
রেখেছ জাতির মান।
বিশ্বাসে তুমি নি:শ্বাসে তুমি
তুমি যে জাতির প্রাণ,
গৌরব গাঁথা সফল স্বদেশ
তোমারি অবদান।
মুজিব তোমাকে শত সালাম।


তোমার চেতনায় তোমার সাধনায়
তুমি যে কীর্তিমান,
বিশ্বের ভীরে উন্নত শিরে
বিশ্বের সন্মান।
বিশ্ববন্ধু নামে যে তুমি আজ
বিশ্বে খ্যাতিমান,
দেশের তরে দেশের প্রেমের
এইটুকু নাও দাম।
মুজিব তোমাকে শত সালাম।।
====≠===========