যেদিন থেকে প্রেম ছেড়ে আমি
আকাশ দেখতে চেয়েছি ,
আকাশে ছড়ানো নীল গুলো সব
কালো মেঘে ঢাকা দেখেছি।


পুরোনো বাধন ছিন্ন করে
যতদূর পথ চলা
পরতে পরতে মোহগুলো দেখি
জমানো প্রাচীন ধূলা।
বুকের ব্যথায় ক্লান্তিকে শুধু
অকাতরে টেনে নিয়েছি।


জীবনের স্রোত সুখ স্মৃতি গুলো
যতদূরে হারিয়ে যায়
আঁধারের কালো চাঁদের আলোকে
ঠিক ঠিক মেখে নেয় গায়।
দুঃখের সাগরে কান্নায় ভেসে
মুখের হাসি এঁকে রেখেছি।
==============