বিকালের মেঘ ভেদ করে
আকাশ জুড়ে নীলের স্নিগ্ধতা,
স্থলে-জলে-অন্তরীক্ষে
শান্ত জীবনের স্তুতি,
প্রকৃতি অকৃত্রিম হেসে
মন মাতানো মুগ্ধতা ছড়ায়
চারপাশে কালে কালান্তরে।


সৃষ্টিতে উদ্ভাসিত জীবন
জীবনের প্রয়োজনে ,বহু কাজে,
বহু রূপে , চঞ্চলতায়
আলো-আঁধারের কোলাহল ঘেঁষে,
কখনো কেঁদে, কখনো হেসে
এক অদ্ভূত রেশে,
স্বপ্নের হাত ধরে
হেঁটে চলে নিয়তির বালুচরে।


পরম মমতায়, স্নেহ  উদারতায়
অর্পিত প্রাপ্তির একান্ত স্বস্তিতে,
সুখ-দুখ সাথে সাধুতার স্বচ্ছ নিরিখে,
মায়া চোখ খোলা রেখে
নিবিষ্ট হতে হবে সবুজ নিসর্গে,
নিবিড় পবিত্রতায় মানুষের কাছাকাছি
অপরূপ শ্যামল এ প্রশস্ত প্রান্তরে।
==≠=============