প্রেম বুঝি আজ হীনমনে এক
নিছক মন বাসনা,
উষ্ণ অনুভবে ক্ষণিকের তরে নষ্ট কামনা।
স্বার্থের টানে স্বার্থের প্রেমে
স্বার্থের হিসাব নিকাশ,
নিষিদ্ধ প্রেমের অশ্লীল পরশে প্রেমের রুদ্ধশ্বাস।
অসুস্থ  আবেগে কুমনে কুভাবে
অনৈতিক ভাবে বিনষ্ট পথে,
সুখের নীড়ে দু:খের রচনা নষ্ট কামনার স্রোতে।
নাহি ভেদাভেদ  কেহ কাহারে
নষ্ট প্রেমে মজে নষ্টামির স্বাদে,
জীবনে কষ্ট অবিরাম ঝরে পড়িয়া অসৎ ফাঁদে।
পরকিয়া থেকে পরনারী হতে
অবৈধ প্রেমে অপরাধী মনে,
বিবাহের পরে ভিন্ন স্বামী ভিন্ন স্ত্রীর সনে।
মনের প্রবল আকাঙ্খা পিয়াসী
ব্যাভিচারী  যত হয়ে অপসারী,
একান্তে গড়ে অবৈধ প্রণয় আসক্ত নর নারী।
অবিশ্বাসে অসম্মানে
অসংযমী  যবে  অসংগতির সাথে,
অলীক সুখে ক্ষণিকের শান্তি মহার্ঘ্য হয়ে উঠে।