প্রকৃতির কী অসীম শক্তি ,
সকলে গিয়েছে ভুলে,
সংঘাতে দূষণ ছড়িয়ে রেখেছে
সভ্যতার অন্তরালে।
দিনে দিনে কেবলি বাড়িছে সংকট
ভ্রান্ত চেতনায়,
বিশ্বের সকলে ঝুঁকির কবলে
হাহাকার যাতনায়।
বৈরীতায় সদা আবৃত থেকে
হয়েছে জীবনযাপন,
প্রকৃতির সাথে মানুষের হয়েছে
অনিয়ম আচরণ।
পৃথিবী সাজাতে প্রকৃতিজগতে
করেছে অনেক ক্ষয়,
পরিণামে আজ চারিধারে দেখি
অবিরাম বিপর্যয়।
সীমানা পেরিয়ে জীবন বাঁচাতে
জীবনের আহ্বান,
প্রকৃতির কাছে মিনতি সবার
রহিতে রুঢ় অভিমান।
============