সৃষ্টির সাথে সৃষ্টির সবি
ভরপুর বিরাজমান,
স্রষ্টা তার চায়নি কখনও
একটুও প্রতিদান।
প্রকৃতির মাঝে মানুষ জাতি
একটি অনুষঙ্গ,
সুবিধা সব নিয়েছে নীরবে
করেছে নিয়ম ভঙ্গ।
সূূর্য্যটা ঠিক আলো দিয়ে যায়
সাগর-নদী বহমান,
পশু-পাখী-গাছ সৃষ্টির সব
রাখে নিজ অবদান।
সভ্যতার কালে প্রকৃতির কোলে
যত আধুনিক আবিষ্কার
প্রকৃতির সাথে নানা অজুহাতে
করেছে নিঠুর অবিচার ।
প্রকৃতির রয়েছে অসীম শক্তি
রাখেনি কেউ তাহা স্মরণ
ভূলের কারণে মানবকূলে আজ
নেমেছে দু:সহ মরণ।
==============