হাজার প্রজার একটি প্রজা রাজার আসনে বসেছ,
রাজ্য শাসনে রাজ সিংহাসনে রাজার মুকুট পড়েছ।
অনেক সাধনায় অনেক ভাগ্যে এমন সুযোগ মিলে,
সময়ের সাথে সেবার মাঝে রাজা চলে কৌশলে।।


রাজসভাতে যেদিন সকলে আমার জয়গান গেয়েছে,
সময়ের নীরিখে ন্যায্য বিচারে মুকুট পড়াতে চেয়েছে।
দুষ্ট প্রজার নষ্ট নীতিতে নিজেকে জড়িয়ে ফেলেছ,
মুকুট সরায়ে আমায় তুমি মুকুটবিহীন রেখেছ।
রাজার ভূমিকায় না থেকে তুমি কেন
নীচতায় বন্দী হয়েছ,
তুমি কেমন রাজা হয়েছ
তুমি রাজার নীতিতে হেরেছ।


অবশেষে সেই মুকুটখানি পেয়েছিল যেথা শোভা
অসম দৃষ্টে বৈসম্যের স্বাদে মারিলে শঠতার থাবা।
শত অন্যায়ে কুচক্রীর সনে প্রানের মিতালী করেছ,
আবার বর্ণচোরা রূপে তুমি আঁধারে ঘুমিয়ে রয়েছ।
মমতার বাঁধন ছিন্ন করে তুমি
বিভেদ প্রাচীর গড়েছ,
তুমি কেমন রাজা হয়েছ,
তুমি রাজার নীতিতে হেরেছ।।


একদা এক সাহসী সুবোধ সত্যবাণী গেয়েছে,
রাজসভাতে তোমার বয়ানের কিছু বিপরীত হয়েছে।
তোমরা তাকে অপরাধী করে কটূকথা কত বলেছ,
ক্ষমতার জোরে প্রতিদানে তারে নির্বাসনে তুমি দিয়েছ।
নিঠুর আবেশে তুমি কেন তার
চরম অবিচার করেছ,
তুমি কেমন রাজা হয়েছ,
তুমি রাজার নীতিতে হেরেছ।।


অনেক গুনে গুনী তুমি, অনেক জ্ঞানে জ্ঞানী,
জ্ঞানের পূজায় জ্ঞান হারিয়ে করেছ মানে হানি।
রাজমহলে বিজ্ঞ সকলে মাতিবে মূর্খতায় যবে,
প্রলয়কালে শকুনী দোসর পাশে কেহ নাহি রবে।
জ্ঞানীর কদর না করে তুমি কেন
হীনতায় ডুব দিয়েছ,
তুমি কেমন রাজা হয়েছ,
তুমি রাজার নীতিতে হেরেছ।।