মানুষের দুঃখের বেদনা সিক্ত
সাধ্বী মহিয়সী জননী,
রাজচন্দ্রের জীবন জুরে
করুণাময়ী রানী রাসমণি।
মানবের তরে মানব কল্যানে
করেছ কত যে সংস্কার,
ধর্মের টানে সাধু পরিত্রাণে
লড়েছ জীবনে বারেবার।।
জনহিতে সব জীর্ণ জনপদ
যতনে ফুটেছে প্রভা,
বিগ্রহে কত হীরক খচিত
মুকুট পেয়েছে শোভা।
গঙ্গার জলে জলকর রোধে
হয়েছে হাজার দ্বন্ধ,
শোষিত জনতার যাতনা সকলি
হয়েছে চিরতরে বন্ধ।
কাশীধামে মা সংকল্প তব
করিতে বিশ্বেশ্বর দরশন,
স্বপ্নের ডাকে গঙ্গার তীরে
দক্ষিণেশ্বর করিলে স্থাপন।
নিজের সুখ, সুখ নহে কভু
পরসুখ চর্চা শিক্ষা,
জন্মের চেয়ে কর্মই বড়
এই তো দিলে মা দীক্ষা।


===≠=========