রক্ত মানে জীবন কণিকা, রক্ত বাাঁচায় প্রাণ
জীবের জীবন করিতে চেতন দেহে রক্ত বহমান।
লক্ষ জীবের লক্ষ রক্ত, কভু নাহি মিলে মানে
গোত্র-প্রজাতি ভিন্নতা ভেদে মিঠিবেনা সংকট-প্রয়োজনে।
চাহিদার তরে দেহখানি ভরে, নিয়ত গড়িছে তাহা
থাকিতে জীবন অভাবে মরন , কারিগর বিধাতা।
জীবনের তরে জরুরী অল্প, বাকী সব অকারণ
সংহার কভু নাহি করে তাহা মানুষেরে কর দান।
ভাষার লাগিয়া দেশের লাগিয়া কত শত বীর সন্তান
জীবন দিয়েছে রক্ত দিয়েছে বাঁচাতে দেশের মান।
সুজলা-সুফলা সোনালী দেশে আজ শান্তি বহমান
সংঘাতের তরে শক্যতা নাহি কভু করিতে রক্তদান।
দেশের লাগিয়া রক্তদানে তারা হয়েছে মহীয়ান
মানব সংকটে রক্তদানে মোরা হতে পারি সুমহান।