সাদা মানে নিত্য সত্য-সুন্দর
সাদা মানে সততা,
সাদা মানে সদা নিয়ম নীতিতে
ধর্মে-কর্মে একতা।
সাদা মানে মনে বিশুদ্ধ চেতনে
শূভ্র ভাবে ভক্তি,
ন্যায়ের সাথে মঙ্গল পথে
ইতিবাচক এক শক্তি।
সাদা মানে সৎ সাহস নিয়ে
উঁচু মাথায় কথা বলা,
হুমকি-ধূমকি সব এড়িয়ে
নির্ভয়ে পথ চলা।
সাদা মানে মানব সেবায় ব্রতী
মানবতার সম্রাট,
সাদায় সাদায় নিয়মিত জমে
সাদার স্বচ্ছ হাট।
বৈরী বিদ্বেষ হিংস্র ধারায়
হয় না  কারো কল্যান,
সত্যের উজ্বল সাদা আলোয়
কুৎসিত কালোর প্রস্থান।
শুদ্ধতা আর পবিত্রতা প্রকাশে
কেবল সাদা খুঁজি,
মানব কুলের দৈব ধারায়
সাধু ভাবে সাদায় পূজি।
=============