আলো-আধাঁরী লীলার শেষে বর্ষার যবে ছুটি,
বর্ষনক্লান্ত মলিন বক্ষে আনন্দ ফুটিফুটি।।


আষাঢ় গড়িয়ে  শ্রাবন ধারা
বর্ষা তবু নাহি মানে সারা,
যন্ত্রণায় কাতর যবে দিশেহারা,
শরতের আগমনী আনন্দধারা।


ভাদর মাসে হয় আগমন
আশ্বিনে ঐশ্বর্য্যবান,
কার্তিকের গর্ভে হয় অন্তর্ধান
সজীবতা তবু রয় অফুরান।।


সদ্যস্নাত রোদ্রবসনা মাধুরী তরুণী মূর্তি,
ধরনীর বুকে আনন্দভরে শিউলির আরতি।।


ঝলমলে রোদ হাওয়া ঝিরিঝিরি
আলোমেঘে চলে শুধু লুকোচুরি,
তুলো মেঘরাশি করে ঘুরাঘুরি
নদীতীরে সাদা কাশ সারি সারি।


প্রভাতে তৃণ-পল্লবে শাখে
শিশিরের আলপনা আঁকে,
গোধূলির লালে মনে রং জাগে
পুলকিত প্রেম রাত্তির রাগে।।


সুনীল আকাশে সোনালী সূর্য্যে রঙিন আলোর খেলা,
শারদ শোভার মহাসমারোহে মধুর আনন্দমেলা।।