কুয়াশাঘন চাদর ঢেকে
ধোঁয়াটে ধূসর ধবল বেশে,
স্নিগ্ধ কোমল পরশ পেতে
শীতের শীতল সকাল আসে।


হাঁড় কাঁপানো শীতের কোলে
অজানা অলস ঘুমের মাঝে,
গরম লেপের মুরি দিয়ে
চঞ্চলতার প্রেমে মজে।


কুয়াশা কেটে গাছের ফাঁকে
উঁকি দিয়ে সূর্য উঠে,
মিষ্টি রোদে উষ্ণ হতে
ঘরটা ছেড়ে মাঠে ছুটে।


খেজুর গাছে রসের হাঁড়ি
মনভোলানো গন্ধে ভরা,
পৌষ পার্বনে পিঠার বাহার
উল্লাসিত জীবন ধারা।


পাতার কানায় রাতের শিশির
ঝলমলিয়ে হাসে,
দিকেদিকে সরসে ফুলের
মধুর সৌরভ ভাসে।


পাতাঝরা রিক্ত রূপে
উদাস ভাবে বৈরাগ সাজে,
জরাগ্রস্ত রোদন সুরে
আনন্দটা থাকেই সাথে।
=============