ফাগুনের প্রদীপ্ত প্রহরে মৃদু সমীরণে
বাসন্তী গন্ধ নিতে চাই।
কুয়াশার ফাঁকে ভোরের সূর্যের রাঙা আভায়
বসন্তের আভাস পেতে চাই।
সবুজের ভীড়ে ফুটন্ত ফুলের সুবাসে
বসন্তের আমেজ পেতে চাই।
বনে-বাগানে অহরহ শিমূলে-পলাশে
ফাগুনের পরশ পেতে চাই।
রোদেলা সকালে রাঙা কিশোরী-তরুণীর
মায়াবী চঞ্চলতা চাই।
মধ্য দুপুরে সুরেলা কোকিলা রাগে
বিরহের অবসান পেতে চাই।
ক্লান্ত বিকেলে মধুর প্রতীক্ষা পরে
একটু ভালবাসা চাই।
প্রেমিকের সাথে প্রেমে প্রেমিকার কাছে
ঠোঁট কাঁপা কথা চাই।
হদয় কোঠরে ফ্রেমে বাঁধা তাকে
প্রেমের কথা জানাতে চাই।
রঙিন ফাগুন দিনে যতনে সংগোপনে
প্রিয় প্রিয়াকে ভালবাসতে চাই ।