নিজের সীমানা পেরিয়ে দাও
পরের স্বার্থে হানা,
পরের ধনের জবর দখলে
বানাও নিজের আস্তানা।


যা কিছু আছে শুকরিয়া সাথে
গেয়ে চল প্রভুর কীর্তন,
লোভের লালসে মিছে শুধু কর
পরের অর্জন লুন্ঠন।


পরের অর্থ বিনা শ্রমে সাধে
অভুক্ত বুভুক্ষু ভিখারি,
বিত্তের টানে বিত্ত হননে
সন্ত্রাসী দেয় মারামারি।


শ্রেষ্ট সুন্দর এ মানব জীবন
মনুষ্যত্বের দামে হাঁকি,
সন্ত্রাসী নাকী ভীক্ষুক তুমি
বলো কী নামে ডাকি।


সন্ত্রাসী হলে আছে কিছু ভয়
থানা- জেল-জরিমানা,
ভীক্ষার হাত লজ্জার বটে
মানুষের পায় করুণা।
============