ষড়যন্ত্র সারা বিশ্বের
অতি আদি এক যন্ত্র,
তেল মোবিল কিছুই লাগেনা
প্রয়োজন শুধু কুমন্ত্র।


ষড়যন্ত্রে হিতকর কিছু
হয়নিতো কোন কালে,
তবু কিছু লোক পিছু লেগে রয়
কুমনের জটিল খেয়ালে।


স্বার্থ তাদের হয়  যদি হাসিল
করে হুজুর হুজুর,
নয়তো পিছনে রটায় রটনা
করে ছুদুর বুদুর।


উপকারীকে রাখেনা মনে
অকৃতজ্ঞে গড়া চিত্ত,
কেবলি খুঁজে নিজের স্বার্থ
ঠকাতে ব্যস্ত নিত্য।


কৃতঘ্ন ভাবের ঘৃণ্য তারা
পশুর চেয়েও অধম,
নিজেকে তারা ভাবে ভয়ঙ্কর
কখনো ভাবে যেন জম।


জুটে যায় কিছু দোসর তাদের
হীনতার ধারা ধরে,
সত্য-সততার সরল চেতনায়
বিদ্বেষী আঘাত করে।


হিংসাতে ডুবে হিংস্র নেশায়
শকুনী কুচাল চালে,
অপরকে দুখে ভাসাতে গিয়ে
নিজেকে বাঁধে দুঃখের জালে।


ষড়যন্ত্রের অন্ধকার ছিঁড়ে
আসেনা কোন সুফল,
সত্য ঠেকাতে পারেনা কখনো
মিথ্যার নিস্ফলা কৌশল।
==============