প্রলয়ের অবসানে মুক্তির ফরমানে
জনতার কোলাহলে সরবে রব।
বিপদটা জিতে এলে,
হাসি গানে ব্যাথা ভূলে
আনন্দহাটে সবে জ্ঞান হারাব।
জনতার কোলাহলে সরবে রব ।।


প্রকৃতির আবরণে অসুস্থ আচরণে
সংকটে কিছুকাল নীরবে রব।
রুগ্নতা কেটে গেলে,
শত্রুরা হেরে গেলে,
বিজয়ের পথ বেয়ে ঠিক চলব।
জনতার কোলাহলে সরবে রব ।।


নিয়তির কারনে অসহায় জীবনে
সুদিনের আশা নিয়ে সাথে লড়ব।
কালো মেঘ সরে গেলে,
বিধাতা সহায় হলে,
নুতন স্বপন নিয়ে জেগে উঠব।
জনতার কোলাহলে সরবে রব ।।


কোন ভোরে সুদিনে,কান্নার নিরসনে
সুখের কথা আবার সবে বলব।
অপরাধ ক্ষমা হলে,
শোক তাপ দূরে ঠেলে
জীবনের রঙে রঙে ছবি আঁকব।
জনতার কোলাহলে সরবে রব ।।
=================