ব্যথাগুলো একটু একটু করে
ভুলতে চেয়েছি,
নিদারুণ কষ্ট, ! তবুও,
নুতন করে বাঁচার স্বপ্নে
কষ্ট ভুলে হাসতে চেয়েছি।
অতীত নয়,
বর্তমান, শুধুই বর্তমান।
প্রান ভরে ভালবেসে
কষ্টের চাপাকান্না জমা রেখে,
বর্তমানের কাছে কেবল চেয়েছি
হেসে হেসে গুছিয়ে
বাঁচার একটু আশ্বাস!


দিন যায়,রাত যায়,
নতুন আলোয়, নতুন সম্ভাবনায়।
কোথায় সময় ফিরে তাকাবার?
অনেকগুলো দিন কেটে গেছে
ভুলে ভুলে অগোচরে।
খারাপ থাকার সাথে
লড়াই করতে করতে
জীবনটা  ক্লান্তিতে ধূসর।


এবার,জেগেছে মনে
ভাল থাকার অনুভবে রাঙা প্রখর নেশা !
অতীতের অবাধ্যতার কুয়াশা সরায়ে,
অসময়ের ভুলগুলো চোখে চোখে রেখে,
স্বপ্নের সাথে আলোর মিছিলে
জীবনের ক্যানভাসে
এক ফালি সুখের আশায়
জীবনটাকে জাপ্টে ধরার
প্রাণান্ত অভিলাষ!
===============