স্বাধীনতা  মানে খু্ঁজতে খু্ঁজতে
স্মৃতিসৌধে আমি গিয়েছি,
ফুলে ফুলে ঢাকা শহীদ বেদীতে
বেদনার সুর শুনেছি,
আমি স্বাধীনতার মানে খুঁজেছি।


পদ্মা মেঘনা যমুনার পাড়ে
আকুলতায় পথ চলেছি,
জোয়ারের টানে নদীর জলে
রক্তের লাল দেখেছি,
আমি স্বাধীনতার মানে খু্ঁজেছি।


পাহাড় -পর্বত পাড়ি দিয়ে আমি
দিনকেে রাত কত করেছি,
নির্জনতার ঘুম ভাঙ্গানিয়া
শহীদের কান্না শুনেছি,
আমি স্বাধীনতার মানে খু্জেছি।


তপ্ত দুপুরে মাঠে প্রান্তরে
ঘুরে ঘুরে ক্লান্ত হয়েছি,
জনতার ঢলে ঝাঁঝালো শ্লোগানে
রাজপথে শামিল হয়েছি,,
আমি স্বাধীনতার মানে খু্ঁজেছি।


আমি দেখেছি সকলে দানবেরা মিলে
করেছে হীনতার চাষ,
স্বধীনতাটার বিবর্ন লালসে
চলছে হায়েনার ত্রাস।


আমি বুঝেছি স্বাধীনতা মহাকাব্য এক
দেশপ্রেমে আত্মদান,
জীবন সমুদ্রে প্রতিটি তরঙ্গে
মানবতার জয়গান।
=========