ভালবাসার তরে সকলে মিলে স্থির করিল দিন,
ভালবাসা দিবস নাম হল তাই প্রেমে মন উদাসীন।
ফাগুনের দিনে ফাগুনী বসনে প্রেমের পতাকা উড়ে,
ফাগুনী হাওয়া দোলা দিয়ে যায় প্রেমিক হৃদয় জুড়ে।
প্রেমিক পরাণ প্রেম নিয়ে যায় প্রেমের নিমন্ত্রণে,
না বলা কথা বলিবে আজিকে ছুটে চলে সেই পণে।
প্রেমের হাটে মুখোমুখী যবে দাাঁড়ালো প্রেমিক মন,
চোখের ভাষায় কহিতে কথা চোখা-চোখী দুইজন।
মুখে যত কথা সংশয় নিয়ে, কাঁপাঠোঁেট যায় সব গুলিয়ে,
হৃদয়ের কথা হৃদয়ে রহিল লগ্ন যে গেল হারিয়ে।
স্বপ্নের ঘরে লাগিল আগুন
প্রতীক্ষা এবার আগামী ফাগুন,
ফুটিবে রঙিন শিমূল পলাশ  মিলিবে মধুর ঘ্রাণ
মনের মাধুরী মিশিয়ে কোকিলা গাহিবে প্রেমের গান।।
স্বপ্নের সাধ সিঁড়ি বেয়ে চলে, যাক তবে সেথা আবেগের টানে
ভালবাসি তারে বারেক বলিতে সযতনে সংগোপনে।
জীবনের তরে কিছু চাহে না
এতটুকু ক্ষণ শুধু কামনা,
তাহারে জানায়ে মনের বাসনা
ত্যজিতে মনের পুঞ্জ যাতনা।
নিয়তির কাছে দোয়া মেগে যায়, মিনতি জানায় হে বিধাতা।
বাঁচাতে জীবন করো হে করুণা বলিতে মনের গাঁথা কথা।।