পায়ে জিন্স, চোখে রোদচশমা
   গায়ে জ্যাকেট, হাতে ঠিক সিগারেট একটা


পাশে সঙ্গিনী, বেশ ঘনিষ্ঠ হ'য়ে ব'সে
   রোমান্টিকতা জাগায়, লিপস্টিকে মাখা
                                টুকটুকে লাল ঠোঁটে


যুবক ভাবে - আহা, কি সুখ, কি তৃপ্তি
   থাকতে যৌবন আর রূপ, ক'রে নাও যত ফুর্তি


যুবতী ভাবে - এ মুহূর্ত বিনা জীবনই বৃথা
   এতেই ভ'রে আছে জীবনের স্বার্থকতা


মোটাসোটা একটা ওয়ালেট জিন্স-এর ব্যাকপকেটে
   সেদিকে একটি ভিখারী একপানে চেয়ে ফোকটে


ভাবে - কটি পয়সা যদি আর জোগাতে পারে
   আজকের দিনটা পেটটা কোনোমতে যাবে আধা ভ'রে


যথারীতি ভিক্ষার হাত সে পাতে দুজনার কাছে
   যুবতী পিছোয়, নোংরা হাতের ছোঁয়ায়
                                পারফিউম-এর গন্ধ চলে যায় পাছে


যুবক বিরক্তিতে দেয় ভিখারীকে এক গালি
   তুই শালা ডিসটার্বিং এলিমেন্ট এখানে কেন এলি !!!


বাবু দোষটা কি করলুম, কাঁদো গলায় ভিখারি ব'লে উঠলো
   যুবক বলে - তুই বোকা কি বুঝবি এই মোমেন্টের মূল্য ???


ভিখারী ভাবে - ভর্তি পেটে প্রেম হয় বেশ ভালো
   খালি পেটে বাবু সব অন্ধকার,
                                মিলবে না কোথাও আলো...


** ১৯৯৭, স্কুলজীবনে তরুণ বয়েসে লেখা..