জানো কি, কী আছে
তোমার ভিতর, তোমার বাইরে
কী আছে শুরুতে, কী আছে শেষে...


ওঠানামা, আসাযাওয়া, চ’লতেই থাকবে..


কতো চাই ঢেউ, তুলবে কি সাগরের বুকে !
নাকি নিস্তরঙ্গ ঝিলটাই পছন্দ
পাল তুলে নিশ্চিন্তে ক'রবে পারাপার


নাকি ঝড় পছন্দ !
রুদ্ধশ্বাস অপেক্ষা, দমবন্ধ বৃষ্টি
পাঁকে প’ড়ে খুঁজবে অক্সিজেন
চোরাবালির সাথে খেলবে লুকোচুরি..


নাঃ, থাক এসব
বড়ো দূর এসে গেছো আজ


তবু এখনও হাতছানি দিচ্ছে যারা
তাদেরকে ব'লে দাও
"রুদ্ধ করো আবেগ"


যাবে কোনদিকে, ঠিক ক’রেছো কি !
পারবে কি ঢেউয়ের বিপরীতে ?
আছে যে শুধু জল, আকাশ আর বায়ু


তবু থেমে থেকো না
থামা যায় না


খুঁজতে থেকো
উপরনীচে, আগেপিছে
সন্ধান পাবেই


আর যদি নাই বা পেলে
খোঁজাটাও একটা মজা;
আর খুঁজতে গিয়ে হারিয়ে যাওয়া,
সেটা আরো মজা


তাই চালিয়ে যাও
থেমে থেকো না
থামা যে যায় না...


খুঁজে বেড়াও
খুঁজতে থাকো পঞ্চভূত...