ভরসা করে মেলে দাও ডানা-
বসন্তের আগমনে,
অতীতের কালো প্রহর পেরিয়ে
বর্তমানের সীমা ছাড়িয়ে-
চলো বেড়িয়ে পড়ি
নতুন করে কোনো
আগামীর দর্শনে।
তুমি ভিনদেশী কোনো যাত্রী,
চলেছ সময়ের পথ বেয়ে-
কাটিয়ে হাজার
বিনিদ্র একাকী রাত্রি,
কিছু স্বপ্ন হাতড়ে খুঁজে
আঁকড়ে ছিলে বেঁচে!
আমি সময়ের পুজারী,
এক "সভ্য" অহংকারী;
যে তার ভেঙে যাওয়া-
স্বপ্নের ভাঙা টুকরো নিয়ে
বেঁচে আছে; সেগুলো
জোড়া লাগানোর প্রতিক্ষায়ে,
এক হেরে যাওয়া জীবন নিয়ে-
যে বাস করে ভাবনায়ে!
তাই আজ বাড়ালেম হাত-
ভাঙা স্বপ্ন গুলো সাজিয়ে,
সূর্যের আগুনে
অতীতের আহুতি দিয়ে
আছি অপেক্ষায়ে-
তোমার হাতে হাত রাখার;
আর সেদিনের, যেদিন-
আমরা জানাবো একসাথে
এই ধরণীকে-
মহা-মিলনের শেষ নমস্কার!