মুখ তুলে আছি চেয়ে ওই মেঘ-পানে,
কড় কড় গর্জনে আষাঢ় আঘাত হানে;
দূর পথের পথিক আমি ফিরতে চাই ঘরে-
পথ আমি হারিয়েছি যে ফিরি কেমন করে।


কালো মেঘ এবার তুমি পাঠাও সওগাত,
সিক্ত-স্নিগ্ধ-শান্ত ধরায়ে আসুক নতুন রাত;
বজ্রে তোমার বাজুক বাঁশি শুনব মন ভরে-
পথ আমি হারিয়েছি যে ফিরি কেমন করে।।


ঈশাণ কোণে বাজুক আজ তোমার ঝড়ের বাণী,
তোমার দানেই ঘুচে যাক পথ হারানোর গ্লানি;
বিকিয়ে যাক সকল মোহ ঝড়ো হাওয়ার দামে-
ঠিকানা মোর লেখা আছে নীল আকাশের খামে।


গর্জে উঠুক সকল আশা জ্বলুক সব ব্যথা,
শ্রাবন তুমি শোনাও তোমার বোবা মনের কথা;
যদি কেউ পথ হারিয়ে হেথায়ে এসে থামে-
ঠিকানা মোর লেখা আছে নীল আকাশের খামে।।