সকাল শেষে
ভরদুপুরে-
একলা বসে
মনমাঝারে-
গল্প বলি
গল্প শুনি-
সন্ধানেতে
হীরের খনি-
হিয়ার মাঝে
মেঘের ভেলা-
ছোট্ট মেয়ের
মত্ত খেলা।


গগন মাঝে
তপ্ত রবি-
গৃহকোণে
আমরা কবি-
কল্পনার
রঙিন রঙে-
ছোট্ট শিশুর
আজব ঢঙে-
আমরা মত্ত
আমরা কবি-
আমরা সত্য
আমরা রবি।