সবুজ মাঠের মাঝে মাত্র একখানি গাছ।
ভাবটা এমন, - "আমিই রাজা"।
ছোট ছোট ঘাসগুলো রাত-দিন সেলাম ঠুকছে;
আর গাছটা মাঝে মাঝে দুলে দুলে খুশি হয়ে বলছে, "বেশ! বেশ!"
পাখিরা তার ডালে বসে দোল খায়,
শিস্ দেয়।
আত্মগরিমায় পূর্ণ হয়ে ওঠে সে;-
ভাবতে থাকে তার অসীম ক্ষমতার কথা।
তার গা বেয়ে ওঠা ছোট ছোট লতাগুল্ম কিছুটা ভীত হয়েও নিশ্চিন্ত হয়।
সেই রাতে খুব ঝড় হল;
সৃষ্টি বুঝি যায় যায়।
পরদিন প্রজারা দেখল, তাদের রাজা মাটিতে মুখ থুবড়ে পড়ে।
একদল লোক কুঠারের আঘাতে
ছিন্নভিন্ন করছে তার দেহ,-
শেষকৃত্যের উদ্দেশ্যে।