শব্দ যে গভীর বেদনা ধারণ করে
তা কবিতার কান্নায় প্রকাশ পায়।
যেমন কবিতার ব্যথায় কবি কাঁদে
তেমনই কবির বেদনা কবিতার অশ্রু।
যে কবিকে ভালোবেসে কবিতা পড়ে
সে শুধু রং দেখে ফুলকে ভালোবাসে।
অথচ কী হওয়া উচিৎ ছিলো...???
কবিতা ভালোবেসে কবিকে পাওয়া
সুঘ্রাণ ভালোবেসে ফুলকে চাওয়া।
অবাক হবার কী আছে...!!!
শুধু রং দেখে যে ফুলের মূল্যায়ন করে
রং ফিকে হলেই তার স্থান হয় ভাগাড়ে।
যে সুঘ্রাণ ভালোবাসে না, কবিতা ভালোবাসে না
তার কোন অস্তিত্ব কবির কল্পনায় থাকতে নেই।
কবির বেদনা হয়ে তা প্রকৃতিতে আর্তনাদ করে,
কবিতার হৃদয়ে আঘাত করে কবির মৃত্যু ঘটায়।
কিন্তু কবি কি নির্মোহ হতে পারে...???
মাঝে মাঝে কবিকেও শাসক হতে হয়,
যদিও কবির শাসন ভালোবাসার শাসন।।।