জীবন সংসার এ ঘর আঙিনায়
এখন খণ্ড-খণ্ড  অসংখ্য মেঘ
জমে প্রতিনিয়ত ।
প্রচণ্ড আর্তনাদ ঢেঁকে যায় চারপাশ,
ঘর-দুয়ার,জানালা একে একে সব
প্রাণের গভীর চির সজীব অরণ্য
ক্ষিপ্ত উন্মাদ প্রবল ঝড়ে
বৃক্ষিরাজি,শাখা পল্লব,ফুলদল
আমার ঘাসফুল বনপুষ্পা
    সব;
সব কিছু গুড়িয়ে যায় ।
তারপর তুমুল বৃষ্টি সারারাত ভর
ঊষার আলোয় আকাশ অনেকটা স্বচ্ছ
সন্ধানী দৃষ্টি জোট বেধেঁ পথে বের হয়
হারানো যতসব ধন কুঁড়াতে ।
বিচক্ষণ দৃষ্টি মেলে অনেকেউ
খতিয়ে নেয় অবশিষ্ট যা ছিল
কিন্তু আমার,অবশিষ্টি কিছু নেই
ছিল ও না হয়তো কোনদিন !
আগাম প্রস্তুত নেই;
সঞ্চিত  ধন নেই  ।
যা কিছু বা ছিল!তোমার আগমনে
সব দিয়েছি তোমায়,
তোমায় না চিনে পারিনি ।  
তাই  তোমার আগম পথে
ছড়িয়ে এসেছি সব;
পুরানো জঞ্জাল যত পঁচা  আর্বজনা
রাত্রের মুগ্ধ স্নান, সব ধুয়ে মুছে
মুক্ত হাসি হেসে-তুমি এস,
তোমার পথের একপ্রান্তে দাড়িয়ে
শূণ্য হৃদয়,রিক্ত হাতে---
তোমায় করবো বরণ।।