অস্তিত্বের সাথে মিশে থাকা অশরীরী
তোমার ছায়া সঙ্গী, তারে তুমি চেন?
চির চেনা সেই চোখ-মুখ, হাত-পা
অপরিসীম সোহাগে দুলে ওঠা দুটো ঠোট
শুধু তার শরীর নেই-নেই তার আদর মাখা
সলজ্জ কোমল পরশ --
এই তো ছায়া সঙ্গী, তারে তুমি চেন?
নিজের আস্তিত্বে নীরব বসবাস
কোন প্রশ্ন নেই, অনুক্ষন চেয়ে রয়
অন্তরের অসীম অতলে।
এখানে ভালবাসার ব্যবুলতা নেই,
চাওয়া-পাওয়ার হাহাকার নেই,
নেই কোন অনাধিকার চর্চা-নোংরা কথন
যন্ত্রনা-আঘাত;
এখানে সবই দূরদেশী পরবাসী।
এইতো ছায়া সঙ্গী, দুফোটা চোখের জল
  শরীর চিরে অন্তর--
কালের স্রোতে মুছে যায় ক্ষত
তারে তুমি চেন, সত্যি চেন
কোন একদিন।।