লতা পাতায় বিস্তর
বৃক্ষরাজের ঐ প্রথম কিশলয়
দিনে-দিনে আদরে-যতনে--
অনেক পরিণত ;
তারপর কোন একদিন
অদৃশ্যের অনন্ত রহস্য সংঘাত
আর ঝরাপাতার নীরব কান্না ।
অভিমান, উগ্রতা,উন্মত্ততা,হৃদয় স্বচ্ছতা
ভালবাসার এক অপার রুপ,
উন্মত্ততা ভালবাসার তেজি প্রাণ,
অভিমান উগ্রতা ভালবাসা মিলেমিশে
নবনব রুপান্তরে অন্তরানুভূতির এক তিক্ত শান্তনা।
এ সব প্রিয়ে, ভালবাসা তুমি নাই বা বললে !
প্রেম কী বলতে পার না !
তোমারে শুধাবো না প্রেম-কোন আবদার,
শুধু ভালবাসা দেব - জড় প্রাণের
এক অবিকৃত রুপ ।।