পৃথিবীর এই নিত্য চরাচরে
রোজ সকাল বিকেল সন্ধ্যা
অনন্ত গন্তব্য সীমাহীন  জিজ্ঞাসা
ক্ষয়ে যায় জীবন ক্ষণে ক্ষণে।  
অস্তিত্বের প্রচণ্ড বোধ
অন্তরের আরও ঢেড় অন্তরালে
অদৃশ্য ছিন্নি সমীমের চিহৃ  
নিঃষ্প্রভ ব্যথা বিষ;
তবুও অসীমের সে কি প্রচণ্ড বিস্ফোরন
দিন যায় ক্ষণ যায় শুধু অস্তিরের রক্ত ক্ষরণ।
সেদিন সৃষ্টির সেই আদি লগ্নে
এক মুঠো মাটি উঠেছিল কেঁপে,
যুগান্তরের পথ ধরে আজও সে
সভ্যতা সংস্কৃতির স্পর্শে
বাহ্য দৃশ্যে বড্ড স্পষ্ট
বিচিত্র রঙে জগত চরাচর ।
আমি তাই তুমি ও তাই
রঙে মাখা মাখি;
জীবন সংসার হলি খেলি ভাই ।
গন্ধ সুবাশে তুমি আছো ঐখানে  
আমি এই খানে,
শুধু যুগান্তের চিহ্ন নিয়ে।।