প্রিয় ফুল তুমি গন্ধ ছড়াও
নিঃশ্বাসে সাড়া কী পাও ?
আধাঁর গহ্বরে জাগ্রত মাদকতা,
ঘোর ঘোর অন্ধকার;
পেরুলেই ঊষা সূর্য্ রাঙায়
তোমার রুপ শরীর -
ছুঁয়ে দেওয়া আমায়  অনুক্ষন!
বৃন্তে সজ্জিত সুবিন্যাস্ত নিয়ম
লাবণ্য ছড়ায় ভুবন জোড়ায়
কোথা রাখা দায় দৃষ্টি
তাই কী অনিয়ম চলে যখন তখন
ছুয়ে দেওয়া একটি বার
তুমি সুন্দর ;
তবুও কী চেন তারে তুমি অকারন।।