এখন ছোট্ট পৃথিবী
বড় হয়ে যাওয়া মানুষগেুলো ,
ব্যক্তিত্বের জলাঞ্জলি দিয়েছি কবেই
বলে বলে চেয়ে চেয়ে
বিগত কত কাল বল !


আপনে যদি না আসে প্রেম
আপন মনে অনুভূতির অনন্তে ।
বর্ণমালা শিখেছে পথ
চেনা পথে পেয়েছি কিনা ----
তাই অচেনা তোমায় চাইনি !


মেঘ কেদে ছিল কোন একদিন
ঘোর কালো আকাশের বুকে,
চিহ্ন তোমার চোখ আজ মুছে গেছে--
নিত্য চলার ছন্দে ।
দূর হতে আরও দূর মেঘলা মেঘে
আঁধার আকাশের বুক,
ঘসে যাওয়া নক্ষত্রের আলো----
এখনো পথ খুজে অনাগত ।।