ঐ তুমি যতটুকু দেখ
আঁক হয়তো ততটুকুই
কখেনো লাল কখনো নীলে
আর যতসব বিচিত্র রঙে !


অথচ দৃষ্টি সীমার বাইরে
অদেখা আর কত কী—
অন্ধকার গহ্বরে রঙ খুজে ফেরে
অনুভবের অতীত,সাত রঙা রংধনুর !


তুমি আছ বলেই—
আজও স্পর্শ গুলো খুজে তার চিহ্ন
পৃথিবীর আলো-বাতাস,পথ-ঘাট
একই আকাশের তলে মুখোমুখি।
তুমি আছ বলেই—
জগৎ সংসার এখনো লাগেনা শূন্য ।
ঐ তুমি আছ বলেই-----
তোমাকে আঁকার এত ব্যকুলতা,
জনম-জনমের বাসনা আমার ।।