তুমি হাসলে,আমি বিমগ্ন
বিভোর,ডুবে যাই—
ভালোলাগার গহীনে।
তুমি হাসলে,হৃদয়ে কাঁপন জাগে
ছুঁয়ে দিতে ইচ্ছে হয়।


তুমি হাসলে,আমি উন্মত্ত
হারিয়ে যাই ভীষণ মাদকতায়।
তুমি হাসলে,স্তব্ধতার ঐ শূন্য গহ্বর
ধন্য,পূর্ণ-ভরে যায় ক্ষণে ক্ষণে।
তুমি হাসলে,যখন-তখন
ঝড় উঠে তোলপাড় আকাশ বুকে
ভিজে যায় সমুদ্রের এ কুল ও কুল।


তুমি হাসলে,আমার একলা ঘর উঠোন
ব্যকুল-দিশেহীন,খুজে ফেরে আলিঙ্গন।
তুমি হাসলে,আমার ক্লান্তি বিষাদ
বৃক্ষের নীবির ছায়া,নির্বাক বাঁশের মাঁচা
শান্ত পুকুর নেচে উঠে দারুন উল্লাসে।


তুমি হাসলে,পদ্ম পাতার নীলে
ঝিলের জল ভরে যায় ফুলে।
তুমি হাসলে,খসে পরে পুষ্পকাটা
শুধু সৌরভে ছুঁয়ে যায় তোমার আঙ্গুল।


তুমি হাসলে,খাঁ খাঁ দুপুর
ভিজে যায় জোছনা স্নানে।
তুমি হাসলে,জগত জোড়া শান্তি
আঁচড়ে পরে তোমার অধরে।
তুমি হাসলে,আমি বেমালুম
ভুলে যাই,জগত সংসারের যত ব্যস্ততা।


তুমি হাসলে,বেদম মাতাল হাওয়া
তোমার গন্ধ-সুবাশ মিশে,
নিঃশেষে অশেষ ঘুরে-ফিরে আসে
আমার হৃদয় নীড়ে।।