আজকের এই ক্ষণে
বিগত কত স্মৃতি দিনে দিনে ,
বিস্মৃতির তলে মুছে দেবে-কে তুমি ?
কে বা ছিলে তুমি !
তোমাকে ছু্রে দেব
আজকের এই আধার গহ্বরে
এসো - এসো তুমি ;
বিগত যত জড়াজীর্ণ সংকীর্ণতা
কালের ত্রাস রক্ত মেশা পশুত্ব
তোমাকে দেব বলি নবীনের পায়ে ।


আধারের কোন চিরে তুমি
অট্ট হাসি হাসো !
তোমাকে বড্ড চেনা লাগে
তোমার হাস্য ধ্বনি ,
শতকোটি মানুষের প্রাণে
দ্বিধা সংশয়ে জাগে বিস্ময় ।
তুমি আসবে সেই তো পুরানো পথ ধরে
নবতর সাজে আলতারাঙা পায়ে ,
দেহ আবৃত করে যুগযাতনা কালের বসন
তোমার ভাঙা দেহ অসংখ্য ক্ষত আবৃত থাক
অনাবৃত না হোক কালের হাওয়া
মেতো না নব ক্ষত সৃষ্টির ঊল্লাসে ।
এসো – এসো তুমি ;
প্রেম – প্রীতি অমৃত সুধা নিয়ে
যুগ যুগের তৃষ্ণা তোমায় করি আলিঙ্গন ।।