বাসী খাবার দ্বারা ইন্দুর ফাঁসে না
ইন্দুর দাঁত দেখাইয়া খোঁজে তক্ত মিঠা আপেল
তক্ততার অভাবে ইন্দুর পার করে -
ইট এর পর ইট, দালান এর পর দালান।
আপেলের ঘাড়ে কামড় দিয়া বাইর কইরা
লয় আপেলের মিষ্টি।
আপেলরে জয় কইরা ইন্দুর সার্থক কইরা
লয় নিজেগোর কৃষ্টি।
খাওয়া আপেল পইড়া থাকে টেবিলের কোনায়,
ঘাড়ে তার দাঁতের কামড়ের দাগ
কা কা কইরা আক্ষেপ জানায় জানলায় বসা কাক।
মিষ্টি হীনতয় আপেল লাল থেইকা হলুদ হয়
ইন্দুর সেই দিকে ফিরাও তাকায় না
বাসী খাবার দ্বারা ইন্দুর ফাঁসে না।
আমিও ফাঁসমু না তোমার দ্বারা।