আকাশ পানে কেমন করে
পাখিরা যায় উড়ে।
তাই না দেখে খুকুর মনে
সাধ জাগে যে ডানা মেলে
যেতে মেঘের পানে।
কেমন করে যাবে যে সে
নাই যে তার ডানা
মনটা তো তার কোন ছলে
মানছে না আর মানা।
তাই তো বুঝি ঘোমড়া মনে,
একা একা ভাবছে বসে,
কেমন করে যাবে যে সে
নীল আকাশে ভেসে ভেসে,
মেঘ পরীদের দেশে।
মনে মনে পণ করে সে
বড় হয়ে পাইলট হয়ে
বিমান নিয়ে মেঘ কাটিয়ে,
যাবে যে সে
চাঁদ সুরুজের দেশে।