এক যে ছিল দুষ্ট ছেলে
নাম ছিল তার রাজা।
রাজা তো নয় দেশের রাজা
দুষ্ট রাজ্যের রাজা।
লেখা পড়ায় যেমন তেমন,
দুষ্টামিতে রাজা।
পড়াশুনায় দেয়না সে মন
খেলাধুলায় কাটায় সারাক্ষণ ।
নাই তো কোন নাওয়া খাওয়া,
নাই তো কোন দিশা।
ঝগড়া করা বিবাদ করা
এটাই তাহার নিশা।
হঠাৎ একদিন পড়লো রোগে
আর দুষ্টামি না পারে ।
বিছানাতে শুয়ে শুয়ে
যন্ত্রণাতে ভোগে ,
সেদিন থেকে মায়ের কাছে
শপথ তাহার ,
করবেনা সে দুষ্টামি আর।