কলি ছেড়ে ফুল ফুটে
মহা সৌরভে,
পাপরি তখন ভরে ওঠে,
নানান জাতের কীটে।
গুনগুনিয়ে মধু নিতে
রং বেরঙের পাখনা মেলে,
অলি কত যায় যে উড়ে,
ফুলটিতো অতি উৎসুক
সিক্ত আলিঙ্গনে।
মহা গৌরবে
কীটকে বলে ডেকে,
বন্ধু বলে ডাকিস যদি
মারবো ছুড়ে তোকে।
বড়ো বিষাদ জাগে মনে
হেন কালে মধু নিয়ে
ভ্রমরা যায় চলে,
ফুলটি আবার কীটকে বলে
এসো মোর প্রিয়ে।।