ত্যাগ মহিমার শিক্ষা নিয়ে
পয়গাম এলো
পবিত্র ঈদ-উল- আযহার
তাইতো বুঝি মুসলমানদের
ঘরে ঘরে বইছে আজি
খুশির জোয়ার  ।
যাবে সবাই ঈদের মাঠে দলে দলে
পড়বে নামাজ সবাই মিলে
গরিব মিসকিন দীন দুঃখীজন
সবাই হবে একাকার  ।
নামাজ শেষে বাড়ি ফিরে
আল্লাহর রাস্তায় করবে সবাই
সুস্থ সবল পশু জবাই ।
যে ত্যাগের শিক্ষা দিলেন
স্বয়ং আল্লাহ মেহেরবান
মাধ্যম হযরত ইব্রাহীম (আঃ )
পেয়ে আল্লাহ পাকের  ঐশী বানী
তিনি করলেন কোরবানি
স্ব-পুত্র হযরত ইসমাইল ( আঃ)
খুশী হলেন আল্লাহ তায়লা
করলেন কবুল তাঁদের কোরবানি
তাইতো তিনি তদস্থলে
পাঠিয়ে দিলেন পশু একখানি ।
সেই থেকেই হইল ওয়াজিব
সামর্থ্যবান মুসলমানদের ওপর
করতে হবে পশু কোরবানি ।