১৫ই আগষ্ট
ঊনিশশত পঁচাত্তরের
রক্তঝড়া ১৫ই আগষ্ট।
বর্ষ পরিক্রমায়
এলো  আবার
শোকাবহ সেই দিন,
সেই কালো রাত।
বাংলার আকাশে
নেমেছিল যে দিন
দুর্যোগের ঘনঘটা।
কি ঘটেছিল সেদিন
ধানমন্ডির ৩২ নম্বরে
আমি তা চোখে দেখিনি
শুনেছি অনেকবার।
দেখেছি  সেই নির্মমতা
সাদাকালো ভিডিওচিত্রে।
কিভাবে পড়ে আছে লাশ
মেঝেতে আর সিড়িতে
ভেসে গেছে রক্তস্রোতে।
দেখি এসেছি টুঙ্গীপাড়ায়
কত মানুষ আজো
সেখানে ভীড় জমায়,
জাতির জনকের প্রতি
বিনম্র শ্রদ্ধায়।
এ কি কেবলি ইতিহাস
না না এটি হতে পারেনা
কোন সভ্য জাতির ইতিহাস।
যে লোকটি দেশের তরে
নিজেকে করেছেন নিঃশেষ
তার ভাগ্যে এ কোন পরিহাস।