মনে পড়ে সেই দিনটি
যে দিনটিতে ঘটেছিল
মাতৃভাষার আন্দোলন।
যে দিন চেয়েছিল
পশ্চিম পাকিস্থানীরা,
কেড়ে নিতে মুখের ভাষা
পন্ড করে মোদের আশা।
যেদিন প্রাণ দিয়েছিল
বাংলার দামাল ছেলেরা।
মনে পড়ে সেই দিনটি
যেদিন বাঙালী দিয়েছিল,
দেশব্যাপি হরতালের ডাক।
পাকিস্থানীরা চালিয়েছিল
গূলি নিরস্ত্র বাঙালীর বুকে।
শহীদ হয়েছিল যেদিন
সালাম,জব্বার,বরকত,রফিক
আরো নাম না জানা কত কে।
শ্রদ্ধাভরে স্মরণ করি
আজো মোরা সেই দিনটি,
ঊণিশ শ’ বায়ান্নোর একটি দিন
অমর একুষশ ফেব্রুয়ারী।।