ভেলেন্টাইন ডে
সে কি শুধুই একটি দিন?
সারা বছর কি জাগে না কভু
হৃদয় মাঝে ভালোবাসার গান?
ভেলেন্টাইন মানে যদি হয় ভালোবাসা
তবে কেন বিশেষ কোন দিন
হবে এর পরিস্ফুটন।
ভালোবাসাতো হলো
হৃদপিন্ডে জমাট বাঁধা
এক চিলতে অনুভূতির নাম
যা অহর্নিশি বসত করে
বুকের বাঁ পাশটায়।
তবে কেন শুধুমাত্র একদিন
ভেলেন্টাইন ডে
এর নামে এক উন্মাদনায়
মেতে উঠি আমরা সবাই?
এ কি শ্রেফ বিনোদন
নাকি পশ্চিমাদের অনূকরণ?
ভালোবাসা সেতো সার্বজনিন
নয় শুধু প্রণয়মূখী যূগলের
ভালোবাসা বিরাজ করে
প্রতিটি মধুর সম্পর্কের তরে।